ভারতের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন রোহিত শর্মা। তাই এখন নতুন অধিনায়ক কে হবেন? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। নিজেদের পছন্দের খেলোয়াড়কে অধিনায়ক হিসেবে বেছে নিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। রবি শাস্ত্রী যোগ দিয়েছেন সেই তালিকায়।
পিঠের নিচের অংশের ইনজুরিতে সিডনি টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলাকালীন হাসপাতালে যেতে হয় জাসপ্রিত বুমরাকে। নিজেদের ভালোর জন্য ম্যাচের বাকি অংশে এই পেসার যেন না খেলতে পারে সে প্রত্যাশায় আছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।